Saturday 26 June 2010

সঙ্গীত-প্রতিভা

সঙ্গীত-প্রতিভা

শুনতে পেলে গান মোর ওগো
চেঁচিয়ে কাঁদে বন-মোরগও।

ভরলে ভুবন বাঁশীর সুরে
গিট্টু লাগে হাতীর শুঁড়ে।

সুর সাধিলে তানপুরায়
বধির বলেন ‘কান পুড়ায়’।


এমন আমার গানের মেধায়
সকলে দিক্বিদিকে ধায়।

জীব-জন্তুর কান্ড

জীব-জন্তুর কান্ড

আগের রাতে ভাজা রুটি
খাচ্ছে কেন সজারুটি ?


শণি গ্রহের বাষ্প-রিং
চাবায় কেন ঘাষ-ফড়িং ?

সাবান দিলে ব্যাঙ গায়
চেঁচায় কেন ছ্যাঙায় ?


‘একটু দৌড়া, জিরা ফের’
এ কী কথা জিরাফের ?

উৎসব

উৎসব

নব বধু খেঁক শিয়ালের

পড়ে আছে ম্যাক্সী হালের ।

মাকড়শা আর মুরগীতে

ভুবন মাতায় সুর-গীতে ।

বালি হাঁসের সোনালী ছাও
দেখে অবাক মোনালিসাও।

জোড়ায় জোড়ায় রাম ছাগলে
নাচ্ছে কেমন গামছা গলে’ ।

রমরমা এই অনুষ্ঠানে
ছিলিম কেন মানুষ টানে ?

Monday 21 June 2010

পালোয়ান

পালোয়ান

দস্তগীর পল্লবীর
মস্ত ধীর মল্ল বীর,



কিন্তু তাকে নারিন্দায়
পাশের বাড়ির বারিন্দায়
ঝুলিয়ে দিল পা বেঁধে
চিকুন-চাকুন জাভেদে।


আবার তাকে নীলক্ষেতে
দেখল কারা কিল খেতে
মূর্ছা গেল ঘায় ফুলের,
পল্কা হাতে সায়ফুলের।



Saturday 19 June 2010

কেন ?

কেন? 

ঠান্ডু মিয়ার বাউন্ডুলা মেয়ে
ঝুলছে কেন পেন্ডুলামে ?

বলতে পারে আরশাদুলে
যার কপালে বর্শা দুলে,
আনতে গিয়ে চালতা ফের
বাগান থেকে আলতাফের।

Friday 18 June 2010

নদীতে- নদীতে

নদীতে- নদীতে

শীতলক্ষায়
ভীত লোক খায়
কুমীরের ঘুষি।

সুরমার ধারে
বুড়ো মা’র ঘাড়ে
চড়ে মৌটুসি।

যত সাতরাই
সরু আত্রাই
তত হয় টানা।

পশুর নদীতে
শ্বশুর গদীতে
ভয়ে আধখানা।

নাফ-আদালতে
বিচারের মতে
দিলো ব্যাঙ রায়ঃ

ঘণ গারদে
শুধু পারদে
রবে ট্যাংরায়।