Thursday 19 August 2010

পার্টি, পার্টি!

পার্টি, পার্টি!

ভরে গেছে ঘর বোকায়
কেউ উঁচা, কেউ খর্বকায়


কারও মুখে মন্ডা-মিঠে,
কারও নাকে নস্যি,
কেউ বা বলেন কথার পিঠে
‘অবশ্যি, অবশ্যি’


কেউবা বেজায় অকর্মন্য
কেউবা গ্যাঁজায় মোবাইলে
কেউবা চেঁচায় হয়ে হন্য
‘তুমি হামায় ডোবাইলে’


এদের মধ্যে পরিপাটি
সুত্রাপুরের অর্ঘ্য সেন,
মুখে মাখেন খড়িমাটি
মাথায় দুধের সর ঘষেন ।

Thursday 5 August 2010

মানুষের শোভা পায় ?

মানুষের শোভা পায় ?

ক্ষণে ক্ষণে চেঁচিয়ে ওঠে কার মেয়ে  ?
কী হয়েছে ? কামড়িয়েছে সারমেয় ?


অনেক ব্যথা লাগল, আহা, মানছি রে,
করছ কি হায় ? খাচ্ছ ডগির কান ছিঁড়ে ?


না হয় কুকুর কামড়িয়েছে, পুষ্পদি’,
তুমিও কি তাইলে হবা চতুষ্পদি ?